Thursday, May 22, 2014

Sustainable Agriculture Workshop: Making Vegetable and Flowers Garden in Home

             One of our main objectives in project ‘APARAJITA’ is to spread the urban agriculture by various means. In 2013, Praggaloy made an organic vegetable garden under the technical guidance of Swanirvar (a nonprofit organization- www.swanirvarbengal.org). There were all kinds of vegetables, vermicompost pit, bio-pest controllers etc. From, April, 14 we were organizing different training and workshops on ‘Urban Agriculture’ for the city people on regular basis.
            Urban agriculture is very popular in many cities across the globe but in Kolkata people are not keen to make gardens in their apartments. Swanirvar and World Vision India promoted urban agriculture with the slum dwellers in Kolkata Port Area. The initiative got huge success and was very popular. Inspired by that, Praggaloy and Swanirvar are now trying to popularize home nutrition gardens in North 24 Parganas district.
            People from different sectors are now taking trainings on Urban Agriculture in Praggaloy. Proggaloy has become a resource centre in the eye of local people. We are not only providing the trainings but also providing manures and utensils for gardening.

সুস্থায়ী চাষের কর্মশালাঃ নিজের বাগান নিজের হাতে: 
(In collaboration with Swanirvar-www.swanirvarbengal.org)
(Make a small vegetable/ flower garden in home- Aparajita – A Praggaloy initiative)
৮ই এপ্রিল , ২০১৪ থেকে প্রজ্ঞালয়ে হাতে কলমে বাড়িতে বাগান বানানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পৃথিবীর নানা শহরে URBAN AGRICULTURE আজ খুবই জনপ্রিয়, ভারতে ব্যাঙ্গালর শহরে ও এটি অতি জনপ্রিয়। কিন্তু তিলোত্তমা কোলকাতায় আজ ও শহরেরে বাগান বানানোর প্রচেষ্টা বেশি দেখা যায় না- বাড়িতে বাগান বানানোর উপকারগুলি হলঃ 
১। কিছুটা বিষ মুক্ত সব্জি পাওয়া
২। অসাধারণ সময় কাটান ও স্ট্রেস কমানো 
৩। প্রকৃতির সাথে একাত্ম বোধ করা 
৪। নিজেকে উৎপাদনশীল করে তোলা , ইত্যাদি
নানা পেশার ব্যক্তিরা এই প্রশিক্ষণ নিচ্ছেন , আপনি ও আসুন আমরা শেখাব হাতে ধরে এখানেই পাবেন সব উপকরণ সস্তা দরে নিজে ও পরিবারের সকলে মিলে –“একটু সবুজ থাকুক আপনার ঘরে ।।
** পরবর্তি কর্মশালাতে আপনাকে স্বাগত জানাই **
Pictures: Taken on workshop dated 22th May, 2014

Discussion on Bio-composting

Bio-composting Technology

Hand held training on Vermicompost

Training on making vermicompost pit


 Reported by,
9434806786



No comments:

Post a Comment