Friday, May 16, 2014

সামার ইউথ ক্যাম্পঃ কিশোর কিশোরী বাহিনী দের জন্যঃ

প্রজ্ঞালয় এর 'আপরাজিতা' -প্রকল্পের উদ্যোগেঃ- Next Camp on 18th May, 2014

সামার ইউথ ক্যাম্পঃ কিশোর কিশোরী বাহিনী 

প্রজ্ঞালয় ও স্বনির্ভর (একটি প্রখ্যাত স্বেচ্ছাসেবী সংস্থা-www.swanirvarbengal.org
) – ৫ম থেকে ১২শ শ্রেণীর ছাত্র – ছাত্রী দের নিয়ে নানা দলে প্রতি রবিবার ১ দিনের কর্মশালার আয়োজন করেছে ।
এতে ছাত্র – ছাত্রী দের হাতেকলমে নানা মজার কাজ ও বিজ্ঞানের নানা পরীক্ষা করানোর পাশাপাশি, 
* রোল প্লে ও গেমস (নিজেকে জানা ও অন্যকে জানা ),
* আর্ট ও ক্র্যাফট এর কর্মশালা ও হাতে কলমে প্রশিক্ষণ ।
* প্লাস্টিক এর পুনঃ ব্যবহার, বাতিল ও ফেলে দেওয়া ব্যবহৃত বাতিল জিনিস থেকে ব্যবহার যোগ্য জিনিস নির্মাণ ।
* কাগজ ও রং এর সাহায্যে নানা ধরনের সৃজনশীল কাজ ।
* তথ্য সংগ্রহ ও তার নানা পদ্ধতি । তথ্য কে চার্ট ও পোস্টারের সাহায্যে তুলে ধরা।
* স্থানীয় এলাকার ম্যাপ নির্মাণ কৌশল ইত্যাদি শেখান হচ্ছে
* বিশ্ব- উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, নানা মানবিক কর্মকাণ্ড ও জীব বৈচিত্র নিয়ে নানা চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বারাসাত ও মধ্যমগ্রাম শহরে যে সব সংস্থা বা ব্যক্তি এই ধরনের কর্মকান্ডের সাথে যুক্ত বা অংশ নিতে চান বা তাদের কোন বিশেষ দক্ষতা শেয়ার করতে চান তাদের কে জানাই সাদর অভিনন্দন।
(পরিবেশ নিয়ে কোন ছবি, ভিডিও, স্লাইড, পশু প্রেম , আপনার কর্ম জীবনের কোন আভিজ্ঞতা –যুদ্ধ , মানবিক কোন ঘটনা, স্থানীয় এলাকার ইতিহাস ইত্যাদি আপনি / আপনারা জানাতে পারেন এই সব কিশোর কিশোরীদের)

যোগাযোগঃ
প্রজ্ঞালয়
বারাসাত, রথতলা (ভাসান আই হাসপাতালের বিপরীতে -বারাসাতের একমাত্র চার্চ )
টেলিফোনঃ 9434806786 (11am -6pm)
ই-মেলঃ livendignity@gmail.com

No comments:

Post a Comment